• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

‘গ্রামবাংলার ঐতিহ্য কারুশিল্প রক্ষায় কাজ করে যাচ্ছে সরকার’       

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১  

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আমরা গ্রামবাংলার ঐতিহ্য কারুশিল্প রক্ষায় কাজ করে যাচ্ছি। এ শিল্পকে টিকিয়ে রাখতে কারুশিল্পীদের জন্য ৪৮টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা কারুশিল্পীদের প্রণোদনাও দিচ্ছি।

গতকাল রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (জাদুঘর) ভবন সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পের বিভিন্ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, উন্নয়ন কাজের অনেকটাই অগ্রগতি হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকা, প্রকল্প পরিচালক অসীম কুমার দে, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ, সোনারগাঁওয়ের ইউএনও আতিকুল ইসলাম, সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –