• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে অস্ত্র নয়, বিদ্যুতই বানাবে বাংলাদেশ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১  

পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশ। সরকারের এই অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে অস্ত্র নয়, কেবল বিদ্যুতই বানাবে বাংলাদেশ।

রোববার (১০ অক্টোবর) সকালে প্রথম ইউনিটে পরমাণু চুল্লি স্থাপন উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি নিশ্চিত করেই প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। কেউ কেউ না বুঝে এর সমালোচনা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি জানান, জমি খোঁজ করা হচ্ছে। দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বানাবে বাংলাদেশ।

রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি-পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্র এটি। জ্বালানি হিসেবে এর মধ্যে লোড হয় ইউরেনিয়াম, আর তার চেইন রিঅ্যাকশনের মাধ্যমে হবে বিদ্যুৎ উৎপাদন। এ বছরের মধ্যে ৫০ শতাংশ কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সব ঠিক থাকলে ২০২৩ সালে প্রথম ইউনিট থেকে ১ হাজার ২শ’ মেগাওয়াট ও ২০২৪ এ দ্বিতীয় ইউনিট থেকে আরও ১ হাজার ২শ’ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –