• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দেশে পৌঁছাল সিনোফার্মের দুই লাখ ডোজ টিকা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১  

চীন থেকে আরো দুই লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে এসে পৌঁছেছে। রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে চীন থেকে এ দুই লাখ ডোজ টিকা এসেছে।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে টিকার এ চালান বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বিকেল ৪টা ১০মিনিটে এয়ারপোর্টে চীনের সিনোফার্মের দুই লাখ ডোজ টিকা এসে পৌঁছেছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার এ চালান গ্রহণ করেন। এ সময় তিনি উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –