• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দেশের পরিবর্তনে কাজ করছে সাধারণ মানুষ: পরিকল্পনামন্ত্রী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১  

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের অর্থনীতির যে জোয়ার এসেছে এটাকে ধরে রাখতে হবে। ২০৪১ এর স্বপ্ন পূরণে সবাইকে এক সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, পরিবর্তনে কাজ করছে সাধারণ মানুষ।

শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) কর্তৃক আয়োজিত সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ‘বাংলাদেশ ইন ২০৪১: নোশনস অ্যান্ড ন্যারোটিভস অব ডাইভার্সিফিকেশন অ্যান্ড ট্রান্সফর্মেশন’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী মান্নান বলেন, দেশের পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তনে কাজ করছে সাধারণ মানুষ। যারা মাঠে-ঘাটে কাজ করে, বিদেশে কাজ করে এ পরিবর্তন আনছেন এই সব অগ্রদূতকে আমাদের সম্মান জানাতে হবে।

তিনি বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধে হাজার হাজার সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন। সেই সব বীরদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ধরে রাখতে হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –