• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে হাতিয়ে নিল লাখ টাকা, হ্যাকার আটক

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মে ২০২২  

ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে কয়েকলাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহ আলম নামে এক হ্যাকারকে আটক করেছে র‌্যাব-১৩ রংপুর সদর দফতরের সদস্যরা। 

বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে রংপুরের সাংবাদিকদের কাছে পাঠানো র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মার্চ মাসে রংপুর নগরীর এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় শাহ আলম। এ ঘটনায় গত ২৬ এপ্রিল রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা করে ওই ব্যক্তি।  

মামলাটি ছায়া তদন্তের একপর্যায়ে র‌্যাব-১৩ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে তাকে আটক করেন। এ সময় তার কাজ থেকে এটিএম কার্ডসহ বেশ কিছু আলমত উদ্ধার করা হয়।

আটককৃত শাহ আলমের বাড়ি বগুড়া জেলায়। তিনি দীর্ঘদিন ধরে হ্যাকিংয়ের মাধ্যমে ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –