• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

লক্ষ্মীপুরে হাত-পা বেঁধে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মে ২০২২  

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে করিম সওদাগর নামে এক ব্যবসায়ীসহ পরিবারের লোকজনের হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতদল। সোমবার (২৩ মে) দিবাগত গভীররাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রোকনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (২৪ মে) বিকেল ৫টার দিকে ভুক্তভোগী ব্যবসায়ী করিম সওদাগর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) ড. এইচএম কামরুজ্জামান, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার সময় ১৫-২০ জন ডাকাত ব্যবসায়ী করিম সওদাগরের বাসায় ঢোকে। এর মধ্যে ৭-৮ জন মুখোশ পরিহিত ছিল। এক পর্যায়ে করিমসহ পরিবারের অন্যান্যদের হাত-পা বেঁধে ফেলে ডাকাতদল। পরে ঘরে থাকা ৫-৬ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে যায় তারা। চিৎকার-চেচামেচি শুনতে পেয়ে আশ-পাশের লোকজন এসে তাদের হাত-পায়ের বাঁধন খুলে দেয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

করিম সওদাগর জানান, ডাকাতদল তাদেরকে বেঁধে ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। ঘটনার পর থেকে পরিবার নিয়ে তিনি আতঙ্কে রয়েছেন।

বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, করিম সওদাগর ইউনিয়নের পোদ্দার বাজারের রড-সিমেন্টের ব্যবসায়ী। ডাকাতির ঘটনায় ভয়ে তারা মামলা করতে রাজি হচ্ছেন না।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –