• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

‘কর্মসূচির খরচ মেটাতে চুরি-ছিনতাই করছেন বিএনপি নেতাকর্মীরা’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২  

সমাবেশ ও কর্মসূচিতে এসে চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়ছেন বিএনপির নেতাকর্মীরা। মূলত কর্মসূচির খরচ মেটাতে এসব কাজ করছেন তারা। এরই মধ্যে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ বিএনপির পাঁচ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৮টি মোবাইল।

বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হারুন অর রশীদ।

তিনি বলেন, আমরা একটি চোর বা ছিনতাই চক্রের সন্ধান পেয়েছি। বিএনপির যতো জনসমাবেশ হয়, তারা সেখানে যান। তারা স্বীকার করেছেন, তারা বিএনপির কর্মী। কর্মসূচিতে আসতে যে খরচ হয়, তা তুলতেই বিএনপির এসব কর্মীরা ছিনতাই বা চুরিতে জড়িয়ে পড়ছেন।

সমাবেশ থেকে ফেরার পথে চক্রটি রাজধানীতে চুরি-ছিনতাই করতো জানিয়ে হারুন অর রশীদ বলেন, আসলে এটা কাউকে দোষারোপ করে না, কাউকে হেয় করার জন্যও বলছি না। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করেছি, আপনাদের পেশা কি? তখন তারা বলেছেন, আমরা রাজনীতি করি। যখন বিএনপির সমাবেশ হয় আমরা সেখানে যাই। ফেরার পথে চুরি-ছিনতাই করি।

চুরির অভিযোগে ধরা পড়া বিএনপির কর্মীরা হলেন- মো. হারুন ওরফে আনিছুজ্জামান, হারুন-অর-রশিদ, মো. সোহেল, মো. এনামুল হক ও নূর ইসলাম। রাজধানীর বনানী ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –