• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

আগেই সমাবেশস্থলে জড়ো হওয়ার সুযোগ নেই: ডিবি প্রধান

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২২  

আগেই সমাবেশস্থলে জড়ো হওয়ার সুযোগ নেই: ডিবি প্রধান                  
সমাবেশের আগে সমাবেশস্থলে এসে বিএনপির নেতাকর্মীদের জড়ো হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ। রোববার নিজ কার্যালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

ডিবি প্রধা বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের প্রস্তুতি রয়েছে। তবে সমাবেশের নামে কেউ নাশকতা করলে তাকে ছাড় দেওয়া হবে না। সেখানে অনেক পুলিশ সদস্য কাজ করবেন। কোনো অসাধু চক্র যেন সমস্যা  না করতে না পারে সেজন্য আমরা কাজ করছি। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করছে কিনা সে বিষয়ে আগাম তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

তিনি বলেন,  সেরকম কিছু করা হলে আইনশৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। একটি রাজনৈতিক দল কর্মসূচি পালন করবে সেই কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করা আইনশৃঙ্খলা বাহিনীর  কাজ। আমরা সেভাবেই সমাবেশকে কেন্দ্র করে কাজ করে যাচ্ছি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –