– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওবায়দুল হাসান ৯৯৯-এ ফোন করলেই সেবা দিচ্ছে পুলিশ: আইজিপি দূর্গাপূজা উপলক্ষে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভা রংপুর মহানগরীর সিটি বাজারে ভোক্তা অধিকার কর্তৃক অভিযান পরিচালনা গাইবান্ধায় ডিজেল কম দিয়ে জরিমানা গুনলো ফিলিং স্টেশন

মগবাজারের বিস্ফোরণ ছিল বোমার, অসংখ্য স্প্লিন্টার উদ্ধার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩  

রাজধানীর মগবাজারে ওয়ারলেস মোড়ে সেন্ট মেরিস ইন্টারন্যাশনাল স্কুলের সামনে প্লাস্টিকের ড্রামে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে অসংখ্য স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন-অর রশীদ। বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

হারুন-অর রশীদ বলেন, ‘বিস্ফোরক দ্রব্যটি ময়লা একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে ছিল। ভেতর থেকে ময়লা বের করার সময় বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ঘটনাস্থল থেকে স্প্লিন্টারও পাওয়া গেছে। কী উদ্দেশ্যে বোমাটি এখানে রাখা হয়েছিলো আমরা সেটা বের করার জন্য কাজ করছি। বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে এসেছিলো, তারা স্প্লিন্টারগুলো আলামত হিসেবে নিয়ে গেছে।’

প্লাস্টিকের ড্রামটিতে বোমা ছিলা কিনা প্রশ্ন করা হলে হারুন বলেন, ‘ময়লার ড্রামটিতে শক্তিশালী বিস্ফোরণ হয়েছিল এবং ঘটনাস্থলে অসংখ্য স্প্লিন্টার পাওয়া গিয়েছে। এই বিস্ফোরণে চারজন মানুষও আহত হয়েছেন। একটা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এটা কেন রাখা হয়েছিলো সেটা আমরা বের করার চেষ্টা করছি।’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –