• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রূপপুরের মেশিনারি নিয়ে মোংলায় ভিড়ল দুই বিদেশি জাহাজ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে দুই বিদেশি রাশিয়ান জাহাজ। বর্তমানে জাহাজ দুটি বন্দরের ৭ ও ৮ নম্বর জেটিতে নোঙর করা হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) দুপুর ৩টা ১৬ মিনিটে বন্দরের ৭ নম্বর জেটিতে ১ হাজার ৪০০ দশমিক ৪২ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে নোঙর করেছে ভেনুয়াটু পতাকাবাহী ‘এমভি আনকাসান’ নামের রুশ জাহাজ।

একইদিনে ৩৬ মিনিটের ব্যবধানে বন্দরের ৮ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী ‘এমভি সাপোডিলা’ নামের আরো একটি বাণিজ্যিক জাহাজ নোঙর করে। এই জাহাজ দুইটিতেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ২ হাজার ৪১৫টি প্যাকেজে মোট ১ হাজার ৯১৮ দশমিক ৪৬৩ মেট্রিক টন মেশিনারি যন্ত্রাংশ আনা হয়েছে।

বিদেশি বাণিজ্যিক জাহাজ ভেনুয়াটু পতাকাবাহী ‘এমভি আনকাসান’ জাহাজের শিপিং এজেন্ট মেসার্স কনভেয়ার শিপিং লাইন্সের খুলনা ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, জাহাজটি ২৭ ডিসেম্বর (শুক্রবার) রাশিয়ার নবরস্তি বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। রোববার দুপুর সোয়া ৩টায় এটি বন্দরের ৭ নম্বর জেটিতে এসে নোঙর করে। পরে সেসব পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়।  

অন্যদিকে, জাহাজের শিপিং এজেন্ট ইন্টারপোর্টের খুলনা ম্যানেজার ওয়াসিম বলেন, দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে রাশিয়ার সেন্টপিটারভার বন্দর থেকে পানামা পতাকাবাহী ‘এমভি সাপোডিলা’ নামক বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। এই জাহাজে ৪৩৬ টি প্যাকেজে ৫১৮ দশমিক ৪২১ মেট্রিক টন মেশিনারি পণ্য রয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –