• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

শেখ হাসিনার নেতৃত্বে ভালো আছি: শিল্পমন্ত্রী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩  

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে বলেই করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখনো ভালো আছি।

রোববার সকালে পটুয়াখালী ডিসি স্কয়ারে বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলন অনুষ্ঠান উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়ার কারণে মানুষ এখন সময় পেলেই ঘুরতে যায়। পর্যটন স্পটগুলোতে জায়গা পাওয়া যায় না।

তিনি আরো বলেন, শেখ হাসিনা একই সঙ্গে দেশ ও আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। যোগ্য লিডারশিপে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরের মর্যাদা দিয়েছেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আমরা গ্লোবাল ভিলেজে আছি, সবার সঙ্গে তালমিলিয়ে চলতে হয়। অনেক কিছু আমদানি-রফতানি করতে হয়।

এ সময় উপস্থিত ছিলেন- শিল্প সচিব জাকিয়া সুলতানা, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য শাহাজাদা সাজু ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী কানিজ সুলতানা, জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –