• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

লাল-সবুজের নতুন কোচ নিয়ে ঢাকার পথে সুবর্ণ এক্সপ্রেস

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুন ২০২৩  

 
কোরিয়া থেকে আমদানি করা লাল-সবুজের নতুন কোচ নিয়ে যাত্রা শুরু করেছে ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেস। মঙ্গলবার সকাল ৭টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যায়।

জানা গেছে, গত ৪ এপ্রিল চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকার টঙ্গীর উদ্দেশ্যে নতুন কোচ নিয়ে ট্রায়াল রান চালায় সুবর্ণ এক্সপ্রেস। ট্রায়াল রানে ইতিবাচক সাড়া পাওয়ায় মঙ্গলবার ১৮টি নতুন কোচ নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ট্রেনটি।

এ ট্রেনে সাতটি শোভন চেয়ার, চারটি এসি চেয়ার (স্নিগ্ধা), একটি পাওয়ার কার, দুইটি গার্ডব্রেক ও খাবার গাড়ি রয়েছে। ট্রেনটিতে মোট আসন সংখ্যা ৮৯০। নতুন কোচ সংযোজিত হলেও ভাড়ার কোনো পরিবর্তন হচ্ছে না।

চট্টগ্রাম রেলস্টেশন মাস্টার জাফর আলম বলেন, কোরিয়া থেকে আমদানিকৃত আধুনিক দ্রুতগতির ১৮টি কোচ সংযোজন করে সুবর্ণ এক্সপ্রেসকে সাজিয়ে তোলা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় যথারীতি যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –