• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

পুনাককে ‘ব্র্যান্ড’ হিসেবে ছড়িয়ে দিতে হবে: আইজিপি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩  

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নিজস্ব পরিচয়ে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। পুনাকের পণ্য দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য। পুনাককে একটি ‘ব্র্যান্ড’ হিসেবে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর রমনায় পুনাকের কেন্দ্রীয় কার্যালয়ে সার্বিক কার্যক্রম পরিদর্শন এবং পুনাক ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, পুনাকের সমাজসেবামূলক কার্যক্রম জনগণের মধ্যে প্রশংসনীয় হয়েছে। দেশব্যাপী পুনাকের কার্যক্রম আরো গতিশীল করতে হবে।

তিনি আরো বলেন, পুনাক ওয়েবসাইটের মাধ্যমে পুলিশ পরিবারের সদস্য ছাড়া সাধারণ মানুষ পুনাক সম্পর্কে জানতে পারবেন। এ ওয়েবসাইটের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন সমাজকল্যাণ ও সেবামূলক কার্যক্রম নেয়া হবে।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, সদস্যদের দায়িত্বশীলতা ও দক্ষতার ফলে পুনাক এগিয়ে যাচ্ছে। পুনাক ভবনের আধুনিকায়নের মাধ্যমে সুন্দর কর্মপরিবেশ তৈরি করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, এন্টি টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক, ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) শেখ মো. রেজাউল হায়দার, পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, সাধারণ সম্পাদক নাসিম আমিন, সহ-সভানেত্রী মুনমুন আহসান, শারমিন আক্তার খান, যুগ্ম সম্পাদক সৈয়দা মেহের আফরোজ প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –