• বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

হারিয়ে গিয়ে ৯৯৯ এ ফোন, উত্তাল সমুদ্র থেকে ২৯ জেলে উদ্ধার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩  

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে উত্তাল সমুদ্রে হারিয়ে যাওয়া চট্টগ্রামের বাঁশখালীর ২৯ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের বাঁশখালী শেখের খাল বাজার থেকে মাছ ধরার উদ্দেশ্যে ফিশিং ট্রলার  ‘রহমত ই ইলাহী’ ২৯ জন জেলে নিয়ে পটুয়াখালী জেলার মায়ার চর এলাকায় যায়। পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর রাত ১টার দিকে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে উত্তাল সমুদ্রে ভাসতে থাকে। বুধবার রাত থেকে ট্রলারটি ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে। পরে বিষয়টি জেলেরা ৯৯৯ এ ফোন করে জানান। খবর পেয়ে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হলে তারা জেলেদের উদ্ধারে অভিযানে নামে।

সমুদ্র উত্তাল এবং আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও কোস্ট গার্ডের উদ্ধারকারী দল হারিয়ে যাওয়া ২৯ জেলেকে উদ্ধার করে। জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার দেওয়া হয়েছে। বর্তমানে সবাই সুস্থ আছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –