• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

মামলা তদন্তের মান বেড়েছে: আইজিপি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩  

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, যেকোনো মামলার তদন্তে পুলিশের বিভিন্ন সংস্থার মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে তদন্তের মান বেড়েছে।

রোববার রাজধানীর ধানমন্ডিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদর দফতর পরিদর্শন ও মামলা তদন্ত এবং সার্বিক কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, পিবিআই মামলা তদন্তে দক্ষতায় নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে ৯৫ ভাগ মামলার রহস্য উদঘাটিত হচ্ছে। বহুল আলোচিত সাগিরা মোর্শেদ, নুসরাত জাহান রাফি ইত্যাদি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পিবিআইয়ের সাফল্য প্রশংসার দাবিদার।

তিনি আরো বলেন, পিবিআই দক্ষতা, যোগ্যতা দিয়ে নিজেদের প্রাপ্যতা অর্জন করেছে। তারা উদ্ভাবনী ধারণা নিয়ে মামলা তদন্ত করছে। দীর্ঘদিন ধরে তদন্তে উঁচু মান বজায় রেখে জনগণের কাছে পিবিআই যে আস্থার জায়গা তৈরি করেছে, আগামীতেও তা অব্যাহত রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিক, ডিআইজি (পিবিআই-পূর্বাঞ্চল) মোর্শেদুল আনোয়ার খান, ডিআইজি (প্রশাসন) মো. আমিনুল ইসলাম, ডিআইজি (পিবিআই-পশ্চিমাঞ্চল) মিরাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –