• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বেবিচকের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪  

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তাকে প্রেষণে নিয়োগ দিয়েছে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে, বেবিচক চেয়ারম্যান এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীকে বাংলাদেশ বিমান বাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানকে বিমান বাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে।

অপরদিকে এয়ার কমডোর সিতওয়াত নাঈমকে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –