• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

এই সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি: প্রণয় ভার্মা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪  

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি।

বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

তবে শেখ হাসিনা ইস্যুতে প্রশ্ন করা হলে কোনো কথা বলেননি প্রণয় ভার্মা। তিনি বলেন, আজকে শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, কোনো অ্যাজেন্ডা ছিল না।

ভারতীয় হাইকমিশনার বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো আলাপ হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের হাইকমিশনারের এটাই প্রথম সাক্ষাৎ। এর আগে ব্রিফিংয়ে অংশ নিয়েছিলেন তিনি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –