• বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৫ রবিউস সানি ১৪৪৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর সহায়তা প্রদান

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪  

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা, টিন ও সরিষার বীজ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।রোববার দুপুরে উপজেলা পরিষদ মাঠে ২০০ কৃষককে সরিষা বীজ ও নগদ ১ হাজার টাকা এবং ১০টি পরিবারকে ৪ বান্ডিল করে টিন ও নগদ ৪ হাজার টাকা দেওয়া হয়। সহযোগিতা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএসপি, এনডিসি, পিএসসি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিগ্রেডিয়ার জেনারেল আবু সঈদ মসউদ, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি, কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম প্রমুখ।

এর আগে, পৌর শহরের নারায়ণপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় বৃদ্ধ কু‌লসুম বেগমের (৬০) বাড়ি প‌রিদর্শন ক‌রেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় তি‌নি কুলসুম বেগ‌মের সঙ্গে কথা ব‌লেন, তার সু‌বিধা-অসু‌বিধার কথা শো‌নেন এবং ঘর নির্মাণের জন্য টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান ক‌রেন।

জানা গেছে, সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রথম ধাপে ১০টি পরিবারকে ৪ বান্ডেল ঢেউটিন, নগদ ৪ হাজার টাকা এবং ২০০ কৃষককে সরিষা বীজ ও নগদ ১ হাজার টাকা দেওয়া হয়।

এর আগে, আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তাও দেওয়া হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –