• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

মহাসড়কে পড়েছিল মরদেহ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২  

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পলিপ্রায়াগপুর এলাকার আজিজুলের লিচু বাগানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মহাসড়কের একটি অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ পড়ে আছে এমন তথ্য দিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্থানীয় এক ব্যক্তি। বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের ওপর থেকে রক্তাক্ত জখম অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মাছের গাড়িতে ছিল। কারণ মরদেহটির পাশে বেশকিছু মাছের পোনা পড়েছিল।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –