• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ফল ব্যবসায়ীর নিহত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২  

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় মিলন মিয়া (২৬) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

মিলন উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্রনগর এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার চৌরাস্তার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফলের দোকান বন্ধ করে মিলন মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় চৌরাস্তা থানা মোড়ে পৌঁছালে বালুবাহী একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

এঘটনায় বিক্ষুব্ধ ফল ব্যবসায়ী ও স্থানীয়রা মহাসড়কের চৌরাস্তা মোড় অবরোধ করে রাখে। এসময় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। ফলে উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে থাকে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘাতক ট্রাকটি উদ্ধার করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেফতারে চেষ্টা চলছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –