• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বেরোবিতে ১ম বর্ষ ভর্তির ফল প্রকাশ, সাক্ষাৎকার ৯ জানুয়ারি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তির মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.brur.ac.bd/) এ প্রবেশ করে গুচ্ছ ভর্তি পরীক্ষার রোল ও পিন নম্বর দিয়ে লগইন করে শিক্ষার্থীরা নিজেদের মেরিট পজিশন ও সিলেকটেড সাবজেক্ট দেখতে পারবেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী।
 
তিনি জানান, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির মিটিং শেষে শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ১১ টায় ফলাফল প্রকাশ করা হয়। গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর, বিভাগ কর্তৃক প্রদত্ত শর্ত এবং প্রার্থীর পছন্দক্রমের ভিত্তিতে বিষয় নির্ধারণপূর্বক এই তালিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা বেরোবির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন বলেও জানান তিনি।

তিনি আরো জানান, আগামী ০৯ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার শেষে ১১ জানুয়ারি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা থাকা সাপেক্ষে ২য় তালিকা প্রকাশ করে হবে ওই দিন (১১ জানুয়ারি) রাত ১১ টায় এবং ২য় মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার ১৬ জানুয়ারি নেওয়া হবে। সাক্ষাৎকার শেষে ১৭ জানুয়ারি বিকেল ৩ টার মধ্যে ভর্তি হতে হবে।    

এদিকে, মুক্তিযুদ্ধ কোটায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে ১২ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা, পোষ্য কোটা, হরিজন কোটা এবং প্রতিবন্ধী কোটার প্রার্থীদের সাক্ষাৎকার ১৩ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গণিত বিভাগের গ্যালারি রুমে অনুষ্ঠিত হবে।  

আরো পড়ুন: সেশনজট উত্তরাধিকার সূত্রে পাওয়া- বেরোবি ভিসি

সাক্ষাৎকারের সময় অবশ্যই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেসব কাগজপত্রাদী নিয়ে আসতে হবে:

সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদী:

ক) এসএসসি পরীক্ষার- ১) রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র ২) নম্বরপত্র ৩) সনদপত্র।
খ) এইচএসসি পরীক্ষার- ১) রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র ২) নম্বরপত্র ৩) সনদপত্র/ প্রশংসাপত্র।
গ) কক্ষ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
ঘ) গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে ব্যবহৃত ছবির সাদৃশ্য পাসপোর্ট সাইজের ০১ (এক) কপি ছবি।

মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদী:

ক) (১) মুক্তিযোদ্ধার সনদ (২) হালনাগাদ সমন্বিত তালিকায় মুক্তিযোদ্ধার ক্রমিক নম্বর (৩) জাতীয় পরিচয়পত্র।
খ) (১) প্রার্থীর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (২) উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত উত্তরাধিকার
সনদপত্র।
গ) মুক্তিযোদ্ধার ভাতা প্রপ্যতার দলিল/কার্ড।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, পোষ্য, হরিজন এবং প্রতিবন্ধি কোটার প্রার্থীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদী:

ক) সমাজসেবা অধিদফতর/উপজেলা নির্বাহী কর্মকর্তা (টঘঙ) কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
খ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
গ) মুক্তিযোদ্ধার ভাতা প্রপ্যতার দলিল/কার্ড।
ঘ) প্রার্থীর এবং প্রার্থীর পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র।

উল্লেখ্য; ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (brur.ac.bd) এ পাওয়া যাবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –