• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ফার্স্ট এইড কর্ণার চালু হলো হাবিপ্রবির আবাসিক হলগুলোতে

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২  

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সকল আবাসিক হলে ফাস্ট এইড কর্ণার চালু করা হয়েছে।

গতকাল রবিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের হল সুপারদের হাতে চিকিৎসা সামগ্রী তুলে দেন উপাচার্য অধ্যাপক  ড. এম কামরুজ্জামান।

এসব সামগ্রীর মধ্যে রয়েছে ওয়েট মেশিন, প্রেসার মাপার মেশিন, নেবুলাইজার, থার্মোমিটার, ব্যান্ডেজ এবং অক্সিমিটার। এগুলো প্রতিটি হলের একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষিত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. বিধান চদ্র হালদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক  ড. ইমরান পারভজ, মেডিক্যাল সেন্টারের ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার ডা. মো.  আনায়ার হাসানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। 

উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, 'শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই অতিমারির সময়েও হল খোলা রাখা হয়েছে। তাই এই সময় তাদের স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সুরক্ষার জন্য ধাপে ধাপে চিকিৎসা সামগ্রী বিতরণসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছ।'

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –