• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বেরোবিতে অধ্যয়নরত বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তা প্রদান

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২  

বেরোবিতে অধ্যয়নরত বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তা প্রদান              
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বৃহত্তর রংপুরের যে সকল শিক্ষার্থী এ বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বৃত্তি দিয়েছে প্রান্তিক ফাউন্ডেশন বাংলাদেশ। ৫০জন শিক্ষার্থীকে ১ হাজার করে টাকা বৃত্তি দেওয়া হয়।  

বৃহস্পতিবার দুপুরে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় শিক্ষার্থীদের হাতে এই বৃত্তি তুলে দেয়া হয়। স্যাকরামেন্টো এরিয়া আমেরিকান বাংলাদেশি এসোসিয়েশন (সাবা)-এর অনুদানে এই বৃত্তি দেওয়া হয়। 

এ সময়ে প্রান্তিক ফাউন্ডেশনের প্রধান ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিউল আজম নিশার খান বলেন, প্রান্তিক ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের সংকটকালে পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। 

এসময় কলা অনুষদের ডিন প্রফেসর ড. তুহিন ওয়াদুদ, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রান্তিক ফাউন্ডেশনের সদস্য ড. মোহাম্মদ আজিজুর রহমান, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রান্তিক ফাউন্ডেশনের সদস্য ড. মোঃ জাহিদ হোসেন, একই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাসুদ-উল-হাসান, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –