• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাথে কমিউনিটি মেডিকেলের সমঝোতা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২  

বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাথে কমিউনিটি মেডিকেলের সমঝোতা    
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরোবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের সাথে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

রবিবার (২ অক্টোবর) বিকেলে কমিউনিটি মেডিকেল কলেজে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এটিজিএম গোলাম ফিরোজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা এ এম এম শাহরিয়ার, অফিসার্স অ্যাসোসিয়েশনের দপ্তর ও প্রচার সম্পাদক আবু তাহের মোস্তফা আল আরিফ, সেকশন অফিসার হাবিবুর রহমান, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

এই চুক্তির মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিসারবৃন্দ সহজে এবং কম খরচে চিকিৎসা সেবা পাবেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –