• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

বেরোবি অর্থনীতি বিভাগের রাজা তুর্য্য, রানী রিতা                 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

             

 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো অর্থনীতি বিভাগে রাজা-রানি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে রাজা পদে (২০১৭-১৮) সেশনের তানজিমুল ইসলাম তুর্য্য ও রানী পদে নাজনীন নাজ রিতা নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে ভোট দেয়।  অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সাফিউল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

রাজা ও রানি পদে মোট ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে রাজা নির্বাচিত হন তানজিমুল ইসলাম তুর্য্য ও রানি নির্বাচিত হন নাজনীন নাজ রিতা।

অর্থনীতি বিভাগের শিক্ষক সাফিউল ইসলাম বলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রথম বারের মতো রাজা-রানী নির্বাচিত হলো। শিক্ষার্থীরাও উপভোগ করেছে। বিভাগের গতানুগতিক ধারার বাইরে এটি ছিলো একটি ভিন্নরকম আয়োজন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –