• মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩০ ১৪৩১

  • || ১০ রবিউস সানি ১৪৪৬

প্রকৌশল গুচ্ছ: সর্বোচ্চ উপস্থিতি রুয়েট ক্যাম্পাসে

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জুন ২০২৩  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২২-২০২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ এর কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ ৮৫ দশমিক ৫ শতাংশ ভর্তি পরীক্ষার্থী উপস্থিত ছিল রুয়েট ক্যাম্পাসে।

শনিবার (১৭ জুন) বিকেলে রুয়েট জনসংযোগ দফতরের সেকশন অফিসার আ.ফ.ম মাহমুদুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের ভর্তি পরীক্ষায় চুয়েট, কুয়েট ও রুয়েট কেন্দ্রে অংশগ্রহণের জন্য ২৪ হাজার ৯৮০ জন ছাত্র-ছাত্রী মনোনীত হয়েছিলেন। এদের মধ্যে ভর্তি পরীক্ষায় সর্বমোট ৮৩ দশমিক ২১ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। যার মধ্যে রুয়েট কেন্দ্রে ৮৫ দশমিক ৫ শতাংশ, কুয়েট কেন্দ্রে  ৮৩ দশমিক ৪৩ শতাংশ ও চুয়েট কেন্দ্র ৮১ দশমিক ১৮ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। 

এদিকে সকালে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান রুয়েট কেন্দ্রের পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও লোকাল ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মো. শহীদ-উজ-জামান। 

পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার, রোভার স্কাউট সদস্যরা নিয়োজিত ছিলেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –