• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার আশ্রয়স্থল শেখ হাসিনা: নানক

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২  

সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার আশ্রয়স্থল শেখ হাসিনা: নানক            
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি উন্নয়নের রোল মডেল, তিনিই উন্নয়নের রূপকার। শেখ হাসিনা সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার আশ্রয়স্থল।

২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশ উপলক্ষে মাগুরায় গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর ২০২২) বিকেল ৪টায় স্থানীয় ঐতিহাসিক নোমানী ময়দানের বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান অডিটোরিয়ামে মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ ভালো থাকে। জামায়াত-বিএনপি এখনো দিবাস্বপ্ন দেখছে, তারা নাকি ১০ ডিসেম্বর ক্ষমতায় আসছে! আগামী ২৪ নভেম্বর যশোরের মহাসমাবেশে প্রমাণ হবে এদেশের মানুষ আওয়ামী লীগকে কতটা ভালোবাসে। যারা এতিমের টাকা মেরে খায়, তাদের মুখে বড় কথা মানায় না। বিএনপির রাজনীতি মানেই লুটপাটের রাজনীতি। তারেক জিয়া তার উজ্জ্বল দৃষ্টান্ত।

মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডুর সঞ্চালনায় কর্মী সমাবেশে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, শেখ হেলাল উদ্দিন এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, অ্যাডভোকেট আমিরুল আলম, শেখ সারহান নাসের তন্ময় এমপি, অ্যাডভোকেট গ্লোবিয়া পারভীন জামান, মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের এমপি ড. বীরেন শিকদার প্রমুখ।

কর্মী সমাবেশ থেকে ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –