• শনিবার ০২ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৭ ১৪৩০

  • || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দিনাজপুর সদর উপজেলায় ফাঁকা মাঠে কৃষককে কুপিয়ে হত্যা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ: ২০২৩ তিন টপ অর্ডারকে হারিয়ে চাপে নিউজিল্যান্ড কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চড়তে ভিড়, যাত্রীদের আনন্দ-উচ্ছ্বাস

জনগণ চাইলে নির্বাচন করব: মাহিয়া মাহি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২  

জনগণ চাইলে নির্বাচন করব: মাহিয়া মাহি                            
চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমায় নিয়মিতই ছিলেন। সন্তানসম্ভবা হওয়ার কারণে বর্তমানে অভিনয় থেকে বেশ খানিকটা দূরেই রয়েছেন তিনি। তবে রাজনীতির মাঠে হয়েছেন সক্রিয়। সরকারি দলের সমর্থক স্বামীর সঙ্গে প্রচারণা চালাচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের।

নিবাচর্নে প্রতিদ্বন্দ্বীতা করার ইচ্ছা আছে কি না এ ব্যপারে জানতে চাওয়া হলে মাহি বলেন- এখনো এটা নিয়ে ভাবিনি। রাজনীতি করার ইচ্ছা ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন সাংস্কৃতিক লীগের সঙ্গে সম্পৃক্ত আছি। পদও পেয়েছি। আগামীতে আমার এলাকার জনগণ যদি চায় তাহলে নির্বাচনে প্রার্থী হতেও পারি। তবে এখন সে চিন্তা মাথায় নেই। আপাতত দেশবাসীর জন্য কাজ করতে চাই।

বর্তমানে কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা। যেগুলোর মধ্যে কয়েকটির শুটিংও চলছিল। তবে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে আপাতত সেগুলোর কাজ করছেন না মাহি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –