• মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩০ ১৪৩১

  • || ১০ রবিউস সানি ১৪৪৬

হাজারি ঠাকুর হবেন মোশাররফ করিম

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩  

পরিচালক অরিন্দম শীল ওটিটি প্ল্যাটফর্মের জন্য নতুন করে ফিরিয়ে আনছে হাজারি ঠাকুর, পদ্ম, বেচু চক্রবর্তীদের। শোনা যাচ্ছে, হাজারি ঠাকুরের ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আর তার সঙ্গে পদ্মর ভূমিকায় অভিনয় করবেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী অনন্যা চক্রবর্তী।


ওটিটিপ্লে তাদের প্রতিবেদনে জানিয়েছে, ‘আদর্শ হিন্দু হোটেল’ অবলম্বনে একটি সিরিজ নির্মাণ করতে চলছে। শিগগিরই প্রকাশ্যে আসবে ক্যামেলিয়া প্রোডাকশনের ওটিটি প্ল্যাটফর্মের জন্য এ সিরিজটি। এটি পরিচালনা করবেন নির্মাতা অরিন্দম শীল।


১৯৪০ সালে প্রকাশিত হয়েছিল বিভূতিভূষণের অন্যতম শ্রেষ্ঠ এই উপন্যাস। একাধিকবার এই উপন্যাস থেকে তৈরি হয়েছে সিনেমা। ১৯৫৭ সালে অর্ধেন্দু সেনের পরিচালনায় অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস, সাবিত্রী চট্টোপাধ্যায়, জহর গাঙ্গুলী, ধীরাজ ভট্টাচার্যের মতো অভিনেতারা। পরে রাজা সেনের টেলিছবিতে হাজারি ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছিলেন মনোজ নিত্র।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –