• বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

জুটি বাঁধলেন ফারহান-সাদিয়া

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩  

প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান অভিনেত্রী সাদিয়া আয়মান। তাদেরকে জুটি করে নির্মাতা তৌফিকুল ইসলামআমার হয়ে থেকোসুপার ওয়েডিংশিরোনামে দুইটি নির্মাণ করেছেন।

নাটক প্রসঙ্গে নির্মাতা তৌফিকুল বলেন, নাটক দুটি দুই ধরনের গল্পে নির্মিত হয়েছে। রয়েছে সম্পর্কের গল্প। কাজ দুটি করতে শিল্পীরা বেশ সহযোগিতা করেছেন। নাটক দুটি নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করছি, দর্শকদের পছন্দ হবে।

ফারহান বলেন, এই প্রথম সাদিয়া আয়মানের সঙ্গে কাজ করলাম। সাদিয়া দারুণ একজন অভিনেত্রী। সহশিল্পী হিসেবে খুব ভালো লেগেছে। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করে যারপরনাই আনন্দিত। নাটক দুটি দেখে দর্শক আমাদের জুটিকে আশা করি ভালোবেসে ফেলবে।

তিরি আরও বলেন, নির্মাতার সঙ্গে কাজের বোঝাপড়া ভালো। নাটক দুটির গল্প প্রেক্ষাপট একেবারে আলাদা। অন্যরকম একটা বার্তা সমৃদ্ধ গল্প। আশা করছি, দর্শক সুন্দর দুটি গল্প পেতে যাচ্ছেন।

সাদিয়া আয়মান বলেন, ফারহান ভাইয়ার সঙ্গে আমার এবারই প্রথম কাজ। সহশিল্পী হিসেবে তিনি বেশ ভালো, সাপোর্টিভ। কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকলে দুজনে আলোচনা করে নিচ্ছি। দুটি নাটকের গল্পই অনেক সুন্দর। কাজটা করতেও বেশ ভালো লেগেছে। আশা করি, আমাদের এই জুটির কাজ দর্শকদের মন ছুঁয়ে যাবে।

নাটকগুলো রচনা করেছেন পাপ্পু রাজ। এতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, মিলি বাসার প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগির নাটক দুটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –