• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বেতন বাড়ানো হয়েছে নারী ক্রিকেটারদের   

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১  

ছেলেদের পাশাপাশি মেয়েদের হাত ধরেও এগিয়ে চলেছে বাংলাদেশের ক্রিকেট। এশিয়া কাপ জিতে দেশের মানুষকে আনন্দের স্রোতে ভাসিয়েছেন তারা। যা ছেলেরা দু’বার চেষ্টা করেও পারেনি! সেখানে প্রথমবারেই বাজিমাত করে দেখিয়েছে মেয়েদের দল। তবু অর্থ প্রাপ্তির দিক দিয়ে তারা বেশ পিছিয়ে। গত কয়েক বছরে বেতন বাড়ালেও সেটি যথেষ্ট ছিল না। নতুন করে ৩৩ শতাংশ বেতন বাড়ানো হয়েছে নারী ক্রিকেটারদের। অবশ্য যারা ভালো খেলেছেন, শুধু তাদেরই বেতন বাড়ছে!

গতকাল শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে নারী ক্রিকেটারদের ৩৩ শতাংশ বেতন বাড়ানোর কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, ‘গত বছর ওদের বেতন ভালোই বাড়িয়েছিলাম। তবে এবার আমরা আরও ভালো করার জন্য একটা প্রস্তাব দিলাম, বিশেষ করে যারা নাকি ভালো খেলে। স্বাভাবিকভাবে আমরা ১০-১৫ ভাগ বেতন বৃদ্ধি করি, আমার জানামতে এবার ৩৩ ভাগ বাড়ানো হচ্ছে। তো যারা ভালো খেলে সে অনুযায়ী মেয়েদের পারিশ্রামিক এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি- এগুলোতেই আমরা বেশি জোর দিচ্ছি।’

বাংলাদেশের মেয়েদের তুলনায় কয়েকগুণ বেশি বেতন পান ভারতের মেয়েরা। ভারতে আইপিএলের মাঝে হয় মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ভালো আয়ের উৎস এটিই। এছাড়া ম্যাচ ফি, ডেইলি অ্যালাউন্স বাংলাদেশের তুলনায় অনেক অনেক বেশি। আগের হিসাবে 'এ' ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ৬০ হাজার টাকা পেতেন। এছাড়া 'বি' ক্যাটাগরিতে ৪৮ হাজার, 'সি' ক্যাটাগরিতে ৩৬ হাজার এবং সর্বশেষ 'ডি' ক্যাটাগরিতে থাকা নারী ক্রিকেটাররা পেতেন ২৫ হাজার টাকা করে। নতুন করে ৩৩ শতাংশ যুক্ত হওয়ায় কারও কারও বেতন হয়তো লাখ টাকার কাছাকাছি যাবে। কিন্তু সেই অঙ্কটা ঠিক কত হবে, সেটি বিসিবি জানায়নি।

মেয়েদের বেতন বাড়ানোর পাশাপাশি নতুন করে ৮৯ জন প্রথম শ্রেণির ক্রিকেটারের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। পাশাপাশি ঢাকা ও ঢাকার বাইরের ২০ স্টেডিয়াম নিজ উদ্যোগে সংস্কার করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে কথা হয়েছে বিসিবির। তাছাড়া দ্রুততার সঙ্গে ঢাকা ও ঢাকার বাইরে ক্রিকেট মাঠের জন্য দ্রুততার সঙ্গে জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –