• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সাভারে সেনানিবাসের কৃষিপণ্য উৎপাদন পরিদর্শনে সেনাপ্রধান

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মে ২০২২  

সাভার সেনানিবাসের সাভার এরিয়ায় কৃষিপণ্য উৎপাদন প্রতিযোগিতা-২০২২ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এছাড়া তিনি গতকাল বৃহস্পতিবার (১২ মে) সাভার ডিওএইচএস এলাকায় স্থাপিত সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নামফলক উন্মোচন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ (এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না) বাস্তবায়নে সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় সেনাবাহিনীর সব এরিয়ার অব্যবহৃত কিংবা পতিত জমি কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে। সেনাবাহিনীর সব অনাবাদি জমিতে এমনকি প্রতিটি বাসাবাড়ির আনাচে-কানাচে লাগানো হচ্ছে বনজ, ঔষধি ও ফলের গাছ। চাষ করা হচ্ছে নানা জাতের মৌসুমি ও বারোমাসি ফল এবং নানা ধরনের মৌসুমি শাকসবজি। পুকুর ও জলাশয় ব্যবহার করা হচ্ছে মাছ ও হাঁস চাষে। এছাড়া বায়োফ্লক পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে তেলাপিয়া মাছ।

সেনাপ্রধানের বিশেষ উদ্যোগে সব সেনানিবাসে কৃষিভিত্তিক উৎপাদন দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞতিতে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –