• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

র‍্যাব ডিজির অনাড়ম্বর বিদায়, শুক্রবার নিচ্ছেন আইজিপির দায়িত্ব

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২  

র‍্যাব ডিজির অনাড়ম্বর বিদায়, শুক্রবার নিচ্ছেন আইজিপির দায়িত্ব             
দীর্ঘ দুই বছরের বেশি সময় র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অষ্টম মহাপরিচালকের দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিদায় নিলেন অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শুক্রবার নিচ্ছেন আইজিপির দায়িত্ব।

বিদায়কালে র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।

গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মনোনীত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তিনি র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বভার শেষ করলেন। 

অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০২০ সালের ১৫ এপ্রিল ২০২০ করোনা মহামারির মধ্যে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন।

দীর্ঘ দুই বছর পাঁচ মাসের বেশি সময় অত্যন্ত সফলতার সঙ্গে র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –