• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

`শেখ হাসিনা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পরিণত করেছেন`

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২  

`শেখ হাসিনা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পরিণত করেছেন'          
ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পরিণত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই এখন দেশের সব ধর্মের মানুষ নিরাপদে রয়েছে।

শনিবার দুপুরে ভোলার লালমোহনে পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

এমপি শাওন আরো বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব। আওয়ামী লীগের সব নেতাকর্মীকে প্রতিটি মন্দিরের নিরাপত্তায় প্রহরী হয়ে ভূমিকা রাখতে হবে।

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমোহন শাখার সভাপতি মনোরঞ্জন চন্দ জয় হিন্দের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ  চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –