• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

`চসিক কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা`  

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

`চসিক কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা'                        
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোশনের (চসিক) কর্মকর্তা (প্রকল্প পরিচালক) মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

গতকাল সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের অফিসকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিনসহ অতিরিক্ত প্রকৌশলীদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

এলজিআরডিমন্ত্রী বলেন, এই ঘটনা নিয়ে চট্টগ্রাম পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। এরই মধ্যে মামলা হয়েছে। ডিবি পুলিশ মামলা তদারকি করছে।

তিনি আরো বলেন, অভিযুক্ত ১২ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অবশিষ্টদের গ্রেফতারে অভিযান চলছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –