• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

 
চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার সাংবাদিকদের এই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

দুই দিনের সফর শেষে গতকাল রাতে বাংলাদেশ ছাড়েন ওয়েইডং। এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

মোমেন বলেন, 'চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান। তবে, সেই সময়ে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে নিউইয়র্কে থাকবেন।'

তাই প্রধানমন্ত্রী এ বছর চীন সফর করতে পারবেন কি না তা নিশ্চিত নয়, মোমেন বলেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –