• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

খাবারের ঘ্রাণেও মোটা হতে পারে মানুষ: গবেষণা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১  

মোটা হয়ে যাওয়ার ভয়ে অনেকেই খাবার খাওয়ার পরিমাণ কমিয়ে দেন। কারণ বেশি খেলে মোটা হওয়ার ঝুঁকি বাড়ে। কিন্তু জানলে অবাক হবেন যে, শুধু খাবার খেলেই নয়, খাবারের গন্ধ শুকলেও আপনি মুটিয়ে যেতে পারেন। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের একদল গবেষক বেশ কিছু ইঁদুরের ওপর গবেষণা চালিয়েছিল। সেখানে কৃত্রিম উপায়ে আকারে মোটাতাজা ইঁদুরের ঘ্রাণশক্তি হ্রাস করে দেওয়া হয়। এবার সেসব ইঁদুরের হাই-ক্যালরিযুক্ত ডায়েট দেওয়া হয়। তাতে দেখা যায়, তাদের ওজন অস্বাভাবিক রকম কমে গেছে। 

অন্যদিকে, তুলনামূলক কম মোটা কিছু ইঁদুরের লো-ক্যালরিযুক্ত ডায়েট দেওয়া হয়। তবে খাবারে সুগন্ধি বেশি দেওয়া হয়। অথচ তাতেই ইঁদুরগুলো আগের আকারের চেয়ে দ্বিগুণ মোটা হয়েছে।

গবেষকরা বলছেন, ইঁদুরের মতো মানুষের শরীরের খাবারে গন্ধ নেয়ার প্রভাব পড়তে পারে অর্থাৎ কম ক্যালরিযুক্ত খাবার খেলেও সুগন্ধ বেশি থাকলে মানুষ মোটা হতে পারে। ক্যালরিযুক্ত খাবারের গন্ধও শরীর স্থূলকায় করে দিতে পারে। ঘ্রাণশক্তির অদ্ভূত আচরণে আপনি সহজেই মুটিয়ে যেতে পারেন!

ইঁদুরের ওপর চালানো এ গবেষণাটি মানুষের ওপরও চালানো হবে। যদি সেটা সফল হয়, তবে বিজ্ঞানের নতুন এক দিগন্ত খুলে যাবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –