• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

আত্মসমর্পণ করলেন দ. আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুলাই ২০২১  

অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। স্থানীয় সময় বুধবার মধ্যরাত পর্যন্ত তাকে গ্রেপ্তারের সময় দেওয়া হয়েছিল। সর্বশেষ সময়ের মাত্র কয়েক মিনিট আগে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

জানা গেছে, চলতি বছরের ২৯ জুন জ্যাকব জুমাকে এক বছর তিন মাসের কারাদণ্ড দেন আদালত। ২০০৯ সাল থেকে ২০১৮ পর্যন্ত সে দেশের ক্ষমতায় ছিলেন জ্যাকব জুমা।

জুমার বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তকারীদের তথ্যপ্রমাণ দিয়ে সহযোগিতা না করায় তাকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরপর তিনি আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানান।

পরে তাকে বুধবার মধ্যরাত পর্যন্ত গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন দেশটির আদালত। জ্যাকব জুমার ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, জুমা নিজেই আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। 

জ্যাকবের মেয়ে দুদু জুমা-সাম্বুদলা এক টুইট বার্তায় বলেন, কারাগারের পথে যাত্রা করেছেন বাবা। বাবা বেশ উজ্জীবিত রয়েছেন।

এর আগে জুমা বলেছিলেন, আমি কারাগারে যেতে প্রস্তুত। তবে, এই বয়সে করোনাভাইরাস মহামারির সময়ে আমাকে কারাগারে পাঠানোর মানে হচ্ছে আমার মৃত্যুদণ্ড কার্যকর করা। এছাড়া নিজের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –