• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত ২০

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১  

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বৃহস্পতিবার সকালে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৭।

বেলুচিস্তানের সরকারি কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পের ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছে। তাদের মধ্যে অনেকেই মৃত বলে ধারণা করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পের সময় মানুষ গভীর ঘুমে ছিলেন। বহু মানুষ ছাদে ঘুমাচ্ছিলেন। ভূমিকম্পে দেয়াল ধসে অনেকের মৃত্যু হয়েছে।

এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ভূমিকম্পের ফলে ওই অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। টর্চ জ্বালিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –