• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত তিন, আহত আট

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১  

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের অক্সফোর্ড হাই স্কুলে ১৫ বছর বয়সী এক ছাত্র গুলি চালিয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো আটজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, আহতদের মধ্যে একজন শিক্ষক রয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে অক্সফোর্ড স্কুলে বন্দুক নিয়ে অতর্কিত হামলা চালায় ওই শিক্ষার্থী।

ওকল্যান্ড কাউন্টির আন্ডারশেরিফ মাইকেল জি ম্যাককেব সাংবাদিকদের বলেছেন, ৯১১ নম্বরে কল আসে। বন্দুকধারী শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

আটক শিক্ষার্থীর কাছ থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ১৫ থেকে ২০টি গুলি চালিয়েছে সে। এ ঘটনায় তার সঙ্গে অন্য কেউ যুক্ত ছিল না।

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্কুল থেকে অন্য শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। এরই মধ্যে ওই শিক্ষার্থীদের তাদের পরিবারের কাছে পৌছে দেওয়া হয়েছে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –