• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ইউক্রেন সীমান্তে রুশ আধিপত্য, পশ্চিমাদের উদ্বেগ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১  

ইউক্রেনের প্রতি রাশিয়ার আচরণের ব্যাপারে ক্রমবর্ধমান উদ্বেগ শেয়ার করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন। স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সামরিক স্থাপনা এবং রাশিয়ার ক্রমবর্ধমান কঠোর বক্তব্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জো বাইডেন, বরিস জনসন, ফ্রান্সের ইমানুয়েল ম্যাখোঁ, জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল এবং ইতালির মারিও দ্রাঘি। হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার বাইডেন এবং পুতিনের মধ্যে একটি প্রত্যাশিত ভিডিও কলের আগে এটি প্রকাশ্যে এসেছে। উভয়ের কথোপকথন শেষে ফ্রান্স, ইতালি, জার্মানি এবং যুক্তরাজ্যের নেতাদের সাথে আবার কথা বলবেন বাইডেন।

বরিস জনসন প্রতিশ্রুতি দিয়েছেন যে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যে কোনো আগ্রাসন রোধ করতে এবং তার নিষ্পত্তিতে সমস্ত অর্থনৈতিক এবং কূটনৈতিক সরঞ্জাম ব্যবহার চালিয়ে যাবে ব্রিটেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –