• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ভারতে ডলারের রেকর্ড পরিমাণ পতন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ মে ২০২২  

বেশ কয়েকদিন থেকে এশিয়াসহ বিভিন্ন দেশে ডলারের রেকর্ড পতন ঘটেছে। বাংলাদেশের খোলাবাজারে এক ডলার কিনতে ১০০ টাকার বেশি গুণতে হয়েছে। এজন্য কয়েকদিন ধরেই ডলারের বিপরীতে টাকার মান কমার খবরে সরগরম ছিল গণমাধ্যম।

পাকিস্তানি মুদ্রারও ঐতিহাসিক পতন হয়েছে। দেশটিতে এখন ১ ডলার কিনতে লাগছে ২০০ রুপি। এদিকে পাকিস্তানের প্রতিবেশি ভারতও ভালো নেই।

বৃহস্পতিবার রুপির পতন সর্বকালীন রেকর্ড গড়েছে। বাজার বন্ধ হওয়ার সময় ডলারপ্রতি রুপির দাম কমে দাঁড়ায় ৭৭ টাকা ৭৩ পয়সা।

বুধবার এক ডলারে টাকার দাম ছিল ৭৭ টাকা ৬১ পয়সা। পতন হয় শেয়ার সূচকেরও। ব্যাপক পতনে বৃহস্পতিবার বিনিয়োগকারীদের ৬ লাখ ৭১ হাজার কোটি টাকা কার্যত মুছে গেছে।

প্রসঙ্গত, ভারতীয় টাকা সস্তা হওয়ার শুরুটা হয়েছিল মার্চ থেকে। তা ১৯ মে পৌঁছাল সর্বকালীন তলানিতে। কিন্তু এর কারণ কী?

বিশ্লেষকরা মনে করছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জেরে অপরিশোধিত তেলের দাম আকাশ ছুঁয়ে ফেলেছে। তার প্রভাব সরাসরি এসে পড়ছে ভারতীয় টাকার ওপর। আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোয় বিনিয়োগ কমেছে। এর সম্মিলিত প্রভাবেই টাকার দামের অবমূল্যায়ন বলে মনে করা হচ্ছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –