• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রস্তাব প্রত্যাখ্যান করল তাইওয়ান

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ আগস্ট ২০২২  

চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রস্তাব প্রত্যাখ্যান করল তাইওয়ান               
চীন প্রস্তাবিত ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি প্রত্যাখ্যান করেছে তাইওয়ান। চলতি সপ্তাহে চীন সরকার প্রকাশিত শ্বেতপত্রে তাইওয়ানকে দেশটির সঙ্গে পুনরায় একত্রীকরণের কথা বলা হয়। সেখানে বলা হয়, তাইওয়ানের জন্য আলাদা রাজনৈতিক ব্যবস্থা রাখা হবে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের এই মডেল প্রত্যাখ্যান করেছে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জুয়ান ওউ বৃহস্পতিবার তাইপেতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তাইওয়ান কোন পথে যাবে তা কেবল তাইওয়ানের জনগণই নির্ধারণ করবে।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও বলেন, ‘চীন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকারের তাইপে সফরকে স্রেফ একটি বাহানা হিসেবে ব্যবহার করছে তাদের দাবিকৃত নিউ নরমাল প্রতিষ্ঠা করার জন্য।’

এর আগে তাইওয়ানের প্রধান প্রধান সব রাজনৈতিক দলই চীনের ওই ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রস্তাব’ নাকচ করেছে। সব জনমত জরিপেও দেখা গেছে, তাইওয়ানের বাসিন্দাদেরও প্রস্তাবটি পছন্দ নয়।

তাইওয়ানের ‘মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল’ও নতুন শ্বেতপত্রের নিন্দা করে বলেছে, ‘এটি ইচ্ছাকৃতভাবে মিথ্যায় ভরা চিন্তাভাবনা ও বাস্তবকে উপেক্ষা করা’ এবং এটিই চীন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –