• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নেপালে ভূমিধসে মৃত বেড়ে ২২

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২  

নেপালে মুষলধারের বৃষ্টিতে ভূমিধসে বিধ্বস্ত বাড়ি থেকে মরদেহ উদ্ধার করার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারীরা। এ পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। 

রোববার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থা জানায়, নেপালের রাজধানী কাঠমুন্ডু থেকে ৪৫০ কিলোমিটার দূরে আচ্চাম জেলায় ভূমিধসের ঘটনাটি ঘটে।

পর্বত অধ্যুষিত হিমালয় রাষ্ট্রে বন্যা ও ভূমিধস একটি সাধারণ ঘটনার মতোই। বিশেষ করে বার্ষিক বর্ষা মৌসুমে (জুন-সেপ্টেম্বর) এসব দুর্ঘটনা বেশি ঘটে। 

কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এ বছরে সারাদেশে বন্যা ও ভূমিধসে ৭০ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন নিখোঁজ রয়েছেন।

রয়টার্স জানায়, আচ্চাম জেলার ভূমিধসের পর সেখানে স্বেচ্ছাসেবক, পুলিশ ও সামরিক বাহিনীর উদ্ধারকারীরা নিখোঁজ মানুষদের খোঁজা অব্যাহত রেখেছেন। 

এদিকে, ভূমিধসের পর বৃষ্টির পানিতে ভেসে গেতা নদীতে যাওয়া এক জেলের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

আচ্চাম জেলার কাইলালির কর্মকর্তা ইয়াগা রাজ জোশি বলেন, বন্যার কারণে দেড় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তারা সবাই সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –