• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়া সফরে এলেন কমলা হ্যারিস

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২  

উত্তর কোরিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দিনই দক্ষিণ কোরিয়ায় সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে তিনি দেশটিতে এসে পৌঁছান বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে উওর কোরিয়া। এরই ধারাবাহিকতায় বুধবার নিজেদের পূর্ব উপকূলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।

এমন সময় পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো যখন বিমানবাহী রণতরী নিয়ে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। মহড়াসহ বেশ কিছু ইস্যুতে সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

দুই কোরিয়ার সীমান্ত এলাকা অসামরিক অঞ্চলে সফরের আগে সিউলে পরিদর্শন করবেন তিনি। দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা রয়েছে।

এর আগে বুধবার তিনি জাপানের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের সঙ্গে দেখা করেছেন। সেখানে তিনি উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে আঞ্চলিক স্থিতিশীলতার হুমকি উল্লেখ করে নিন্দা জানান।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –