• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের ছবিতে নেট দুনিয়া তোলপাড়

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হয়েছে তাকে গ্রেফতারের এডিটেড কিছু ছবি।

পুলিশের হাত থেকে বাঁচতে দৌড়াচ্ছেন, অথবা পুলিশের সাথে ধস্তাধস্তি করছেন- এরকম বেশ কিছু ছবি হঠাৎ করেই প্রকাশ পায় নেট দুনিয়ায়। আর প্রকাশ হওয়ার পর থেকেই তা রাতারাতি ভাইরাল হয়ে যায়। অনেকেই ছবিগুলোকে সত্যি মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিতে থাকেন।

কিন্তু পরবর্তীতে জানা যায়- এলিয়ট হিগিন্স নামে এক ব্যাক্তি, এই ব্যাঙ্গাত্মক ছবিগুলো মিডজার্নি নামে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার এর সাহায্যে তৈরি করেছেন। এলিয়ট একটি অনুসন্ধানী সংবাদদাতা প্রতিষ্ঠানের মালিক। তিনি তাঁর টুইটার পোস্টে এটি উল্লেখও করে দিয়েছিলেন। কিন্তু পরে সাধারন মানুষজন সোর্স ছাড়াই ছবিগুলো ব্যাপকভাবে শেয়ার করতে থাকলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

একরকম বাধ্য হয়েই নিউইয়র্ক সিটি পুলিশ এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায় যে পুরো ব্যাপারটাই একটি গুজব। এর কোন সত্যতা নেই।

প্রায় সপ্তাহখানেক আগে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন তথ্য প্রমাণ ছাড়াই দাবী করেন- মঙ্গলবারের মধ্যে যে কোন সময় তাঁকে গ্রেফতার করা হতে পারে। ট্রাম্পের এই বক্তব্য নিয়ে চলছে চরম নাটকীয়তা!

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –