• বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৫ রবিউস সানি ১৪৪৬

তুরস্কের পত্রিকায় ‘মোজো সাপোর্ট প্যালেস্টাইন’ ক্যাম্পেইন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪  

সম্প্রতি তুরস্কের অন্যতম বেস্ট সেলিং পত্রিকা ইয়েনি সাফাক (Yeni Şafak)-এ মোজো সাপোর্ট প্যালেস্টাইন (Mojo Support Palestine) ক্যাম্পেইনের কথা তুলে ধরা হয়েছে।

পত্রিকাটির প্রতিবেদক নিসা নুর কাভুুসগলু (Nisa Nur Cavusoglu) তার প্রতিবেদনে জানান, ‘বাংলাদেশি কোলা ব্র্যান্ড মোজো প্যালেস্টাইনে ডোনেট করেছে। বিক্রিত প্রত্যেক বোতলের জন্য ১ টাকা ডোনেট করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এই ক্যাম্পেইন লঞ্চ করা হয় এবং এখন পর্যন্ত ৯ মিলিয়ন তার্কিশ লিরার সমপরিমাণ বাংলাদেশি টাকা ডোনেট করেছে মোজো।’

বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে মোজো-ই প্রথম প্যালেস্টাইনের সাপোর্টে এগিয়ে আসে এবং ‘মোজো সাপোর্ট প্যালেস্টাইন’ নামে ক্যাম্পেইন শুরু করে। মানবতার জন্য করা এই ক্যাম্পেইন ফিলিস্তিন, তুরস্কসহ বিদেশি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মোজোর ক্যাম্পেইনটি এখনো চলমান।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –