• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

মাত্র তিনটি উপকরণ ব্যবহারে দূর হবে বয়সের ছাপ 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১  

বয়স বাড়লে তার ছাপ ত্বকেও পড়ে। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যাদের বয়সের আগেই ত্বকে বয়সের ছাপ পড়ে যায়। এর ফলে তাদের অল্প বয়সেই বয়স্ক দেখায়।  

মূলত দুশ্চিন্তা আর সঠিক যত্নের অভাবেই নরম, কোমল ও উজ্জ্বল ত্বক মলিন হতে থাকে। মুখে পড়তে থাকে বয়সের ছাপ।

তবে এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। হাতের কাছে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে ত্বকের যত্ন নিতে পারেন। দূর করতে পারেন বার্ধক্য। তেমনি একটি উপকারী উপাদান হচ্ছে ডিম। শুধু খাওয়া নয়, ডিমের ব্যবহার অনেক। ত্বক ও চুলের যত্নে ডিমের ভূমিকা প্রচুর। 

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদন অনুযায়ী আজ আমরা বয়সের ছাপ কমাতে ডিমের ব্যবহার সম্পর্কে জানব।

উপাদান

একটি ডিমের সাদা অংশ, দুই টেবিল চামচ গাজর কুচি, এক টেবিল চামচ কাঁচা দুধ। 

ব্যবহারের পদ্ধতি

ডিমের সাদা অংশ একটি বাটিতে নিন। এর সঙ্গে গাজর ও দুধ ভালোভাবে মেশান। এবার মিশ্রণটি আপনার ত্বকে ভালোভাবে লাগান। মিশ্রণটি শুকানোর জন্য ২০ মিনিট রাখুন। কুসুম গরম পানি দিয়ে মিশ্রণ তুলে ফেলুন। সপ্তাহে একবার মিশ্রণটি ত্বকে লাগান। 

তারুণ্য ধরে রাখতে ডিমের ভূমিকা অনেক। অন্যদিকে, গাজরে রয়েছে বিটা-ক্যারোটিন ও লাইকোপিন নামক উপাদান, যা বয়সের ছাপের বিরুদ্ধে লড়াই করে এবং সূর্যের ক্ষতির রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয়। আর ত্বকের মৃত কোষ দূর করে প্রাণবন্ত ও সজীব রাখে দুধ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –