• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

যে সাতটি কাজের মাধ্যমে মাস শুরু করবেন 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২২  

মাসের শুরুতে আমরা এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের পরবর্তীতে বিপদে ফেলে দেয়। অর্থাৎ বাকি মাস অভাবে কাটাতে হয়। চিন্তায় থাকতে হয় যে, সারা মাস কীভাবে চলবেন। তাই এই পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই পরিকল্পনা করা জরুরি।

প্রতি মাসে কোন খাতে কত খরচ করবেন তা মাসের শুরুতেই একটা হিসাব করে ফেলুন। মাসের প্রথমে আপনার কী কী কাজ আছে তার একটি তালিকা করে ফেলুন। তাহলে দেখবেন মাস শেষে সহজে সব কাজ গুছিয়ে আনতে পারবেন।

চলুন তবে এমন সাতটি কাজ সম্পর্কে জেনে নেয়া যাক যা মাসের শুরুতেই করা উচিত- 

** একটি পরিকল্পনা করে ফেলুন। প্রতিদিনের কাজের একটা রুটিন সেট করে ফেলুন। এতে করে সবকিছু গুছিয়ে করা আপনার জন্য সহজ হবে।

** মাসে নিজের পেছনে কত খরচ করবেন তার একটি হিসাব করে ফেলুন।

** নিজের খরচ যদি আপনাকে নিজেরই চালাতে হয় তবে মাসের প্রথমে তার একটা হিসাব করে ফেলুন।

** আপনার আয় যেমন তা বুঝে খরচ করুন। আয়ের চেয়ে ব্যয় যেনো বেশি না হয়।

** প্রতি মাসে চেষ্টা করুন কমপক্ষে দুইটা বই হলেও পড়তে।

** মাসের প্রথম সপ্তাহে আপনরার ঘরের বেডশিটসহ সবকিছু পরিষ্কার করে ফেলুন।

** পুরো মাসে আপনার যে যে কাজ আছে বা কোনো অনুষ্ঠানে যাওয়ার কথা আছে সে তারিখগুলো ক্যালেন্ডারে মার্ক করে ফেলুন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –