• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিচ্ছেদ কমিয়ে দেয় পুরুষদের আয়ু: গবেষণা 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২  

দুজন মানুষের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসার মাধ্যমে। এই ভালোবাসাই দুজনের চলার পথ দীর্ঘ করে। সুখ-দুঃখ ভাগাভাগি করার সাহস যোগায়। যদি সম্পর্কের মধ্যে থেকে ভালোবাসা হারিয়ে যায় তবেই ঘটে বিপত্তি! একসময় এই মধুর সম্পর্ক ভালোবাসার অভাবে বিচ্ছেদে রুপ নেয়। যা ভীষণ বেদনাদায়ক।

সম্পর্ক ভাঙা গড়ার মধ্যে দিয়েই বয়ে চলে জীবনের নদী। যা অনেকের জন্যই অনাকাঙ্ক্ষিত। তবুও এই বিচ্ছেদের যন্ত্রণা সারাজীবন বয়ে বেড়ান অনেকেই। কিন্তু জানেন কি সম্পর্কের ভাঙ্গন মানসিক স্বাস্থ্যের পাশাপাশি নেতিবাচক প্রভাব ফেলে শারীরিক স্বাস্থ্যের উপরেও। গবেষণা বলছে, পুরুষদের স্বাস্থ্যের উপরে অত্যন্ত খারাপ প্রভাব ফেলে সঙ্গীর বিচ্ছেদ।

১ লাখ ২৭ হাজার ৫৪৫ জনের উপর করা হার্ভার্ডের একটি গবেষণা জানাচ্ছে বিবাহিত পুরুষদের স্বাস্থ্য অবিবাহিত, বিপত্নীক বা বিবাহবিচ্ছিন্ন পুরুষদের থেকে বেশি ভালো। এমনকি গবেষণায় এও দাবি করা হয়েছে যে জীবন সঙ্গী রয়েছেন এমন পুরুষ জীবনসঙ্গীহীন পুরুষদের থেকে বেশি দিন বাঁচেন।

গবেষকদের দাবি, যেসব পুরুষ কোনো সঙ্গী ছাড়াই জীবন অতিবাহিত করেন তাদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা প্রায় ৮২ শতাংশ বেশি। অবিবাহিত, বিবাহবিচ্ছিন্ন ও বিপত্নীক পুরুষদের মধ্যে সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার অভাব, ধূমপান ও মদ্যপানের মতো সমস্যা বেশি দেখা যায় বলেও মত গবেষকদের।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –